চুয়াডাঙ্গায় ডিঙ্গেদহে বাজার মনিটরিং অভিযানে বেকারি মালিককে দণ্ড

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করেছে। অভিযানে মিস্টি ফুড নামের একটি ফ্যাক্টরিতে অপরিষ্কার পরিবেশ এবং উৎপাদিত বিস্কুটে খাওয়ার অনুপযোগী রঙ ব্যবহার করায় প্রতিষ্ঠানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অবস্থিত মিস্টি ফুড বেকারি কারাখানায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় খাদ্যদ্রব্য তৈরির ওই বেকারির পরিবেশ ছিলো নোংরা, বিস্কুট তৈরির জন্য যে রঙ ব্যবহার করা হচ্ছিলো তা খাওয়ার অনুপযোগী এবং উৎপাদিত পন্যের গায়ে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য লেখা ছিলো না। এসব অপরাধে প্রতিষ্ঠানমালিক মতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মিস্টি ফুডের মালিক জরিমানার টাকা তৎক্ষণাত পরিশোধ করেন। চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় চুয়াডাঙ্গার কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্মকর্তারা এবং জেলা মৎস্য অফিসের প্রতিনিধি আতাউর রহমান উপস্থিত ছিলেন।