চুয়াডাঙ্গায় জাপানি হোন্ডা মোটরসাইকেল শো-রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন : আলোছায়া পরিবারে যোগ হলো জাপানি হোন্ডা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাপানি হোন্ডা মোটরসাইকেল শো-রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডস্থ নিটল টাটা শো-রুমের বিপরীতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ‘গর্জে উঠুন আপন শক্তিতে…সত্যি করে দেব স্বপ্ন’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্বখ্যাত জাপানি হোন্ডা কোম্পানির চুয়াডাঙ্গা-মেহেরপুরের একমাত্র এক্সক্লুসিভ ডিলার হিসেবে আলোছায়া পরিবারে যোগ হলো আরো একটি মাইলফলক।

শো-রুমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকানমালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি জগলুর রহমান, পৌর কাউন্সিলর শহিদুল কদর জোয়ার্দ্দার, সিরাজুল ইসলাম মনি, উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক ইলিয়াস খান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র ক্যাশ অফিসার আ. কুদ্দুস, প্রথম আলোর সাংবাদিক শাহ-আলম সনি, আমাদের স্টুডিওর আবুল কালাম আজাদ, মডার্ন জুয়েলার্সের গোলাম রসুল তারিক, প্রকৌশলী কাওছার আলী, ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী মজিবুর রহমান, মোটরস ম্যাকানিক্স সমিতির সভাপতি সাইদুর রহমান, সম্পাদক নুরুল ইসলাম হিরো, আরিফুল ইসলাম আরিফ, জাকির মোটরসের ব্যবস্থাপক হিমেল, জাকির হোসেন টুটুল, প্রেমানন্দ সরকার, ললিত কুমার দাস, গাজী সালাউদ্দীন বিরু, রফিক উদ্দিন কাকুল, আ. জব্বার, অতিয়ার রহমান, এনামুল হক ইনা, মোয়াজ্জেম হোসেন, মফিজ উদ্দিন, কালাম উদ্দিন, নাজমুল হক শান্তি, ইমানুল হক, গাজীউর রহমান, সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোছায়া ও জাকির মোটরসের স্বত্বাধিকারী জাকির হোসেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খাদেমুল ইসলাম মাদরাসার প্রধান মাওলানা মাহফুজুর রহমান মাহফুজ।