চুয়াডাঙ্গায় ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে বিরোধ : মা-ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর বাঁশের আঘাতে মা-ছেলে আহত। আহতরা হলো চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ মানিকদিহিপাড়ার সুলতানের স্ত্রী রেহেনা খাতুন ও তার ছেলে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্বরণী বিদ্যাপিঠের ৭ম শ্রেণির ছাত্র অন্তর হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার সময় সুলতান হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, গতকাল শুক্রবার বিকেলে এলাকার কবরস্থানের পাশে সুলতানের ভুট্টা ও ধান ক্ষেত। প্রতিবেশী সমিরের একটি ছাগল সুলতানের ক্ষেতে প্রবেশ করে ফসল নষ্ট করে। সুলতানের ছেলে অন্তর প্রতিবেশী সমিরের কাছে অভিযোগ করতে গেলে সমিরের মেয়ে নাহার অন্তরকে অশ্লীল ভাষায় গালি দেয়। অন্তর প্রতিবাদ করায় সমির অন্তরকে জাপটে ধরলে নাহার অন্তরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে আঘাত করে। অন্তরের চিৎকার চেচামেচিতে তার মা রেহেনা খাতুন বাড়ি থেকে বেড়িয়ে ছেলেকে ঠেকাতে গেলে সমির বাঁশ দিয়ে রেহেনা খাতুনকে পিটিয়ে আহত করে। পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।