চুয়াডাঙ্গায় চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর ৫ পরিবারকে ২৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সায়মা ইউনুস তার কার্যালয়ে উপস্থিত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মেহেদি মাসুদ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব আলেয়া আক্তার কর্তৃক প্রেরিত নির্দেশনা মোতাবেক ‘বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩’ অনুযায়ী কেন্দ্রী বাছাই কমিটির সুপারিশকৃত আবেদনকারীর অনুকূলে ইস্যুকৃত চেক গ্রহণের জন্য অনুরোধ করার প্রেক্ষিতে গত ২৭ জুন জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত প্রতিনিধির কাছে ৫ লাখ টাকার ৫টি চেক প্রদান করা হয়। সে অনুযায়ী ওই ৫ পরিবারের প্রত্যেক পরিবারের সদস্যের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাক্তণ উপসহকারী কৃষি কর্মকর্তা সিনেমা হল পাড়ার মনোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন, আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নৈশপ্রহরী আলমডাঙ্গা কলেজ পাড়ার আব্দুল খালেকের স্ত্রী ডালিয়া খাতুন, আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিবার কল্যাণ সহকারী ভাংবাড়িয়া গ্রামের রেহানা খাতুনের স্বামী শাহ নেওয়াজ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সুইপার হাসপাতাল ক্যাম্পাসের সিংহাসন বাঁশফোড়ের স্ত্রী নাগিনী বাঁশফোড় ও চুয়াডাঙ্গা দামুড়হুদা সিনিয়র সহকারী জজ আদালতের এমএলএসএস পলাশ পাড়ার আজিজুল হকের স্ত্রী শাহানারা বেগম।