চুয়াডাঙ্গায় গণজাগরণ দিবস পালিত

স্টাফ রিপর্টার: মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের দাবিসহ ইতিহাসের কলঙ্ক মোচনের আকাঙ্ক্ষায় গড়ে ওঠা আন্দোলন ‘গণজাগরণ মঞ্চে’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মতো গতকাল চুয়াডাঙ্গা শহরে গণজাগরণ মঞ্চ, চুয়াডাঙ্গা’র উদ্যোগে চুয়াডাঙ্গা রূপছায়া (পান্না) সিনেমার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে উদীচী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর উদীচী চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সামনে নির্মিত মঞ্চে উদ্যোগের সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন তাৎক্ষণিকভাবে উপস্থিত নবনির্বাচিত পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি যুদ্ধাপরাধীদের ঔদ্ধত্যের জবাব দিয়ে বাঙালির হতে বিজয়ের স্মারক তুলে দেয়ার জন্য গণজাগরণ মঞ্চের কর্মীদে ধন্যবাদ জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত ‘সোনার বাংলা’ বিনির্মাণের পথে গণমানুষের ঐক্যের শক্তি নিয়ে দৃঢ় শপথে গণজাগরণ মঞ্চের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, সম্পদ বাজেয়াপ্তসহ গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবির সপক্ষে আলোচনা করেন হাবিবি জহির রায়হান, শানভী, ইয়াকুব আলী জোয়ার্দ্দার, আবৃত্তি করেন সৌম্যজিৎ রায় শ্রুতি, মেহেদী হাসান জীবন, সঙ্গীত পরিবেশন করেন আদিল হোসেন, হিরণ-উর রশিদ শান্ত, শাওন কুমার রায়, মিলন কুমার অধিকারী, আরিফুল ইসলাম প্রমুখ।