চুয়াডাঙ্গায় খালারবাড়ি খুঁজে না পাওয়া শিশু আব্দুল্লাহকে পিতার কাছে পৌঁছে দিতে নেয়া হয়েছে ঢাকায়


স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় খালার বাড়ি খুঁজে না পাওয়া শিশু আব্দুল্লাহকে তার পিতা ঢাকা মিরপুরের সনি সিনেমাহলের পেছনের বাসিন্দা সিরাজুল ইসলামের নিকট পৌঁছে দেয়া হচ্ছে। আদালতের আদেশে গতরাতে কোচযোগে পথহারানো শিশুকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আনিছ ও সমাজসেবা চুয়াডাঙ্গার অফিস সহায়ক আব্দুর রাজ্জাক ঢাকার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, গতপরশু সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা শহরের বাস টার্মিনালের নিকট ঘুরতে থাকে ১১ বছর বয়সী এক শিশু। নাম আব্দুল্লাহ। সদর থানার টহল পুলিশদল তাকে দেখে রাতেই থানায় নিয়ে রাখে। গতকাল দৈনিক মাথাভাঙ্গায় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সমাজসেবা অধিদফতর চুয়াডাঙ্গাস্থ কর্মকর্তা আব্দুল্লাহ আল সামি বিষয়টি জানার পর আদালতের মাধ্যমে শিশুকে তার আপন ঠিকানায় ফেরত দেয়ার বিশেষ উদ্যোগ নেন। শিশু আব্দুল্লাহ তার খালা খালুর বাড়ি বেড়ানোর জন্য চুয়াডাঙ্গায় আসে। ঠিকানা না জানার কারণে সে টার্মিনালে অবস্থান নিয়ে অনিশ্চয়তার প্রহর গুণতে থাকে। টহল পুলিশ তাকে উদ্ধার করায় বাড়ি ফেরার পথ সুগম হয়েছে। পুলিশের এক কর্মকর্তা এরকমই মন্তব্য করে বলেছেন, ওকে ওদের বাড়ি নেয়ার পর নতুন তথ্যও বের হতে পারে।