চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আব্দুল মালেক, শাকিল ও চয়নকে গ্রেফতারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহার করে মুক্তির বাদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমাবেশ সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। প্রধান অথিতি ছিলেন কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ। জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, খালিদ মাহামুদ, অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত জোয়ার্দ্দার, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, তানভির আহম্মেদ সোহেল, শাকিল আহামেদ জিম, নাইম পারভেজ সবুজ, সোহেল রানা সিপন, রেদওয়ান আহামেদ রানা  প্রমুখ। পরিচালনা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসা নবাগত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিককে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।