চুয়াডাঙ্গায় এবার ৯৬ টি মণ্ডপে দুর্গা প্রতিমা স্থাপিত

প্রতিটি মন্দিরে সরকারি অনুদান বরাদ্দ হয়েছে ৫শ কেজি চাল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় এবার হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা ৯৬টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ১০৩টি মণ্ডপে প্রতিমা স্থাপন করা হলেও এ বছর ৭টি মণ্ডপে প্রতিমা স্থাপিত হচ্ছে না। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমল কুমার জানান, আর্থিক ও নানা  সংকটের কারণে ৭টি মণ্ডপে এ বছর পূজা হবে না।

সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলার মণ্ডপগুলোতে গত বছর সাড়ে ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এ বছর জেলার মণ্ডপগুলোতে ৪৮মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর প্রতিটি মণ্ডপে ৫৪৬ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। এ বছর প্রতিটি মণ্ডপে  ৫০০ কেজি করে চাল বরাদ্দ  দেয়া হয়েছে । গত ৬ অক্টোবর জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন এ বরাদ্দ ইস্যু করেন। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতটি মণ্ডপে নগদ অনুদান এবং নতুন শাড়ি দেয়া হবে ও আলমডাঙ্গা পৌর এলাকায় ১০টি মণ্ডপে নগদ অনুদান, শাড়ি ও ভিজিএফ চাল দেয়া হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় এ বছর চারটি উপজেলায় ৯৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে । এগুলো হচ্ছে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮টি বরাদ্দের পরিমাণ ১৪মেট্রিক টন চাল, আলমডাঙ্গায় ৩০টি বরাদ্দের পরিমাণ ১৫মেট্রিক টন চাল, দামুড়হুদায় ২০টি  বরাদ্দের পরিমাণ ১০মেট্রিক টন চাল এবং জীবননগর উপজেলায় ১৮টি  বরাদ্দের পরিমাণ ৯মেট্রিক টন চাল। যেসব মণ্ডপের অনুকূলে চাল বরাদ্দ দেয়া হয়েছে সেগুলো হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার  তালতলা বারোয়ারী দুর্গা মন্দির, তালতলা ষষ্ঠীতলা দুর্গা মন্দির, কুলচারা সার্বজনীন দুর্গা মন্দির, বেলগাছি বারোয়ারী দুর্গা মন্দির, কেদারগঞ্জ মালোপাড়া বারোয়ারী দর্গা মন্দির, চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দির, দাসপাড়া সত্যা সনাতন শিবমন্দির, জয়দুর্গা শিবমন্দির, শ্রী শ্রী বারোয়ারী দুর্গা মন্দির, সার্বজনীন বারোয়ারী দুর্গা মন্দির, শ্রী শ্রী দুর্গাপূজা মণ্ডপ, মোমিনপুর পূজামণ্ডপ, সরিষাডাঙ্গা পূজামণ্ডপ, কুতুবপুর পূজামণ্ডপ, সিন্দুরিয়া পূজামণ্ডপ, আলিয়ারপুর দুর্গা পূজামণ্ডপ, বোয়ালিয়া পূজামণ্ডপ, সরোজগঞ্জ সার্বজনীন পূজামণ্ডপ, কাছারীপাড়া ফুলবাড়ী সার্বজনীন পূজামণ্ডপ, শ্রী বারোয়ারী পূজা মণ্ডপ, শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজামণ্ডপ, বোয়ালিয়া শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজামণ্ডপ, কুন্দিপাড়া গড়াইটুপি পালপাড়া পূজামণ্ডপ, গড়াইটুপি মিস্ত্রিপাড়া পূজামণ্ডপ, তেঘড়ি হিন্দুপাড়া পূজামণ্ডপ, বলদিয়া দাসপাড়া পূজামণ্ডপ ও  খেজুরা হালদারপাড়া বারোয়ারী পূজামণ্ডপ।

আলমডাঙ্গা উপজেলার রথতলা  শ্রী শ্রী দুর্গা মন্দির, বাবুপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, কলেজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, স্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, ক্যানেলপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, গোবিন্দপুর দাসপাড়া শ্রী শ্রী কালী মন্দির, গোবিন্দপুর হরিতলা শ্রী শ্রী দুর্গা মন্দির, পুরাতন বাসস্ট্যান্ড শ্রী শ্রী কালী মন্দির, আনন্দধাম দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, বণ্ডবিল শ্রী শ্রী দুর্গা মন্দির, নান্দবার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, নান্দবার শ্রী শ্রী দুর্গা মন্দির, হারদী শ্রী শ্রী আর্য্য মন্দির, কুমারী শ্রী শ্রী দুর্গা মন্দির, খাসকররা শ্রী শ্রী দুর্গা মন্দির, ঘোলদাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির, ছয়ঘরিয়া শ্রী শ্রী দুর্গা মন্দির, মুন্সিগঞ্জ শ্রী শ্রী দুর্গা মন্দির, গড়গড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির, পুটিমারী শ্রী শ্রী দুর্গা মন্দির, বেদবাড়িয়া শ্রী শ্রী দুর্গা মন্দির, খুদিয়াখালী শ্রী শ্রী দুর্গা মন্দির, পুরাতন পাঁচলিয়া দাশপাড়া দুর্গা মন্দির, জামজামি শ্রী শ্রী দুর্গা মন্দির, কুলপালা শ্রী শ্রী দুর্গা মন্দির, ভালাইপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, কালীদাশপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, বকশীপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, মাজু  শ্রী শ্রী দুর্গা মন্দির ও ফরিদপুর শ্রী শ্রী দুর্গা মন্দির।

দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর কর্মকারপাড়া সার্বজনীন মণ্ডপ, কালিয়াবকরি শ্রীকৃষ্ণ মন্দির, জগন্নাথপুর বাজারপাড়া সার্বজনীন মণ্ডপ, ছুটিপুর দাসপাড়া সার্বজনীন মণ্ডপ, দামুড়হুদা মাতৃমন্দির পূজামণ্ডপ, চিতলা পূজামণ্ডপ, পুড়াপাড়া রাধাকৃষ্ণ পূজামণ্ডপ, দামুড়হুদা দাসপাড়া পূজামণ্ডপ, কার্পাসডাঙ্গা সর্দ্দারপাড়া পূজামণ্ডপ, চণ্ডিপুর পূজামণ্ডপ, কুড়ুলগাছি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজামণ্ডপ,  পারকৃষ্ণপুর পূজামণ্ডপ, জয়রামপুর পূজামণ্ডপ, ডুগডুগি পূজামণ্ডপ, গোবিন্দহুদা রাধাকৃষ্ণ পূজামণ্ডপ, আমতলা সুইপারপাড়া পূজামণ্ডপ, কেরুজ আনন্দবাজার পূজামণ্ডপ, দর্শনা পুরাতন বাজার পূজামণ্ডপ, দর্শনা রামনগর বাগদিপাড়া পূজামণ্ডপ, দর্শনা কালিদাসপুর দাসপাড়া পূজামণ্ডপ ও পারকৃষ্ণপুর পূজামণ্ডপ।

জীবননগর উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দির পূজামণ্ডপ, শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ, শ্রী শ্রী সার্বজনীন শিবকালী মণ্ডপ, দুর্গা শাখারিয়া, সুটিয়া পশ্চিমপাড়া মহাদেব মন্দির, সুটিয়া পুরাতনপাড়া শিবমন্দির, হাসাদহ মুক্তিপাড়া পূজামণ্ডপ, রায়পুর ঠাকুরবাড়ি সার্বজনীন পূজামণ্ডপ, রায়পুর বারুইপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, শিংনগর হালদারপাড়া পূজামণ্ডপ, শিয়ালমারী আদিবাসীপাড়া পূজামণ্ডপ, সেনেরহুদা দাশপাড়া পূজামণ্ডপ, দেহাটি পালপাড়া পূজামণ্ডপ, মনোহরপুর আদিবাসী পূজামণ্ডপ, (১), মনোহরপুর আদিবাসী পূজামণ্ডপ (২), মনোহরপুর পালপাড়া পূজামণ্ডপ, আন্দুলবাড়িয়া দুর্গা পূজামণ্ডপ, নিশ্চিন্তপুর পূজামণ্ডপ, ও পাথিলা আদিবাসী শিবমন্দির।

আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার ১০টি পূজামণ্ডপের প্রতিটিতে নগদ টাকাসহ শাড়ি-শার্ট ও ভিজিএফের চাল বিতরণ করা হবে।

চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকার সাতটি পূজামণ্ডপের প্রতিটিতে ২০ হাজার টাকা অনুদান প্রদান এবং শাড়ি ও নতুন জামা-কাপড় দেয়া হবে। চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার সুহেল মাহমুদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি পরিমাণ চাল বরাদ্দ দেয়া হয়েছে।