চুয়াডাঙ্গায় আবাসিক এলাকায় মোবাইল টাউয়ার বন্ধের দাবি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হলপাড়া আবাসিক এলাকায় মোবাইলফোন টাউয়ার স্থাপনা বন্ধের দাবিতে লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে। গতকাল রোববার এলাকাবাসীর পক্ষে ১২ জন নাগরিক বন্ধের অভিযোগেটি চুয়াডাঙ্গা পৌর মেয়র বরাবর দাখিল করেন।

লিখিত অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার পান্না সিনেমা হলপাড়ার  (কাঠপট্টি)  আবাসিক এলাকায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের তৃতীয় তলার ছাদে একটি বেসরকারি মোবাইলফোনের টাউয়ার স্থাপনের চেষ্টা করছেন। উচ্চশক্তির বিদ্যুত চুম্বকীয় বিকিরণ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে শিশুস্বাস্থ্যসহ মানুষের ক্ষতির সম্মুখিন হতে পারে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।