চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

 

স্টাফ রিপোর্টার: যুক্তিতে খণ্ডিত হোক মুক্তির জয়ধ্বনি এই শ্লোগানে চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ডিবেটিং সোসাইটির আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাহিম আশহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ভি.জে স্কুল প্রঙ্গণ থেকে শুরু করে শহিদ হাসান চত্বর হয়ে স্কুল প্রঙ্গণে এসে সমাপ্তি হয়। পরে অডিটোরিয়ামের ভেতর জাতীয় সঙ্গীত ও প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরু করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুক্তি দিয়ে কথা বললে অনেক কিছু পাওয়া যায়। আমরা ভালোভাবে কথা বলতে পারি কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে পারিনা। সুন্দরভাবে কথা বলা একটি আর্ট। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে একটা ভালো মেসেজ মানুষের মাঝে পৌঁছে দেয়া যায়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বিভিন্ন স্থানে জরুরি কাজের জন্য অনুষ্ঠানে সময় দিতে না পাড়ায় হোটেল ভিআইপির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান জোয়ার্দ্দারের ওপর দায়িত্ব দিয়ে সভা ত্যাগ করেন। প্রতিযোগিতায় মোট পাঁচটি বিদ্যালয়ের ১৪টি দল অংশগ্রহণ করে। প্রথমস্থান অধিকার করে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাহমুদ রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি.জে স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সাংবাদিক শাহ আলম সনি, বাংলাদেশ টেলিকমের পরিচালক রিপন হাসান, জিহান, ঈমন, আতিক, ঈশানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করে আশিক আরাফাত।