চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে দুস্থ মহিলা উন্নয়ন ভিজিডি কর্মসূচির আওতায় প্রশিক্ষদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: দুস্থ মহিলা উন্নয়ন ভিজিডি কর্মসূচির আওতায় প্রশিক্ষদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আত্মবিশ্বাসের উদ্যোগে প্রশিক্ষণ দেয়া হয়। চুয়াডাঙ্গা কলেজ রোডস্থ আত্মবিশ্বাসের প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি সাহেবজাদা ডেভিড। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন আত্মবিশ্বসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক হারুন-অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী সাহেদ হাসান হালিম। এ সময় তিনি বলেন, আত্মবিশ্বাস আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তায়ন করে আসছে। যার মধ্যে অন্যতম ভিজিডি। ২০১০-১১ চক্রে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা, ২০১২ চক্রে মাগুরা জেলা, ২০১৩-১৩ চক্রে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা এবং ২০১৫-১৬ চক্রে দামুড়হুদা ও জীবননগর উপজেলায় এ কার্যক্রম বাস্তায়িত করে আসছে। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জীবননগরের হাসাদাহ ইউনিয়নের প্রশিক্ষক সাহজুল ইসলাম, বাঁকা ইউনিয়নের গোলাম মোস্তফা, দামুড়হুদার হাউলী ইউনিয়নের প্রশিক্ষক মিনারুল ইসলাম ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের প্রশিক্ষক পপি খাতুন। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা হাসেম আলী ও প্রকল্প কর্মকর্তা খাইরুল মিনা।