চুয়াডাঙ্গায় আখ ও রস বিক্রির কারণে কেরুর আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা

সদরুল নিপুল: দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চুয়াডাঙ্গা জোনের বিভিন্ন হাটবাজারে প্রতিদিন আখচাষিরা ব্যাপক আকারে আখ বিক্রি এবং যান্ত্রিক কল দ্বারা আখের রস বিক্রি হওয়ার কারণে চলতি মাড়াই মরসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার চরম আশঙ্কা হতে পারে।

কেরুজ সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা উত্তর জোনের আসমানখালী, রামনগর, হাটবোয়ালিয়া, বাড়াদী ও মোমিনপুর ইক্ষু ক্রয়কেন্দ্রের আওতাধীন বিভিন্ন হাটবাজারে আখ ও তার রস দেদারসে বিক্রি হচ্ছে। এর মধ্যে বাড়াদী, আমঝুপি, ভালাইপুর, আলোকদিয়া, আসমানখালীসহ বিভিন্ন জায়গায় চাষিরা প্রতিটি আখ ১০ টাকায় বিক্রি এবং যান্ত্রিক কলদ্বারা আখের রস করে বিক্রি করে যাচ্ছে। এভাবে প্রতিদিন আনুমানিক ৬/৭ মেট্রিক টন আখ মাড়াই হচ্ছে। এ আখ মাড়াই ও আখ বিক্রি অব্যাহত থাকলে কেরু অ্যান্ড কোম্পানি এবার চলতি মাড়াই মরসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। কেরুজ কর্তৃপক্ষ এসব অসচেতন আখচাষিকে এ ব্যাপারে আখ বিক্রি ও মাড়াই না করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তারপরও তাদের টনক নড়ছে না। এ ব্যাপারে কেরুজ কর্মকর্তারা জানান, প্রতিদিন আখ বিক্রি এবং যান্ত্রিক কলদ্বারা আখের রস করে বিক্রি বন্ধ না হলে চলতি আখ মাড়াই মরসুমে আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।