চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকির সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাষ্ট্র-ধর্ম-জাতি কথা, ঊর্ধ্বে থাকুক মানবতা। এই স্লোগানে চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৭’র উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দু দিনব্যাপি এ অনুষ্ঠানের প্রথম দিন গতপরশু শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ জাতীয় ও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরে বজলুর রহমান জোয়ার্দ্দারের রচনায়, এহসানুর রহমানের নির্দেশনায় এবং ইউনুস আলী শাওন ও আব্দুস সালামের সহযোগী নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘খুদিরাম কথা’। ওইদিন চুয়াডাঙ্গা জেলার দুজন কৃতীসন্তানকে গুণীজন সম্মাননা উত্তরণীয় ও ক্রেস্ট প্রদান করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তারা হলেন- আধুনিক নৃত্যশিল্পের কিংবদন্তী সাজু আহমেদ ও নারী জাগরণের সৈনিক রাশিদা হাসনু আরা। গতকাল রোববার ছিলো প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত করে প্রথম পর্ব সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাইদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম হান্নান। এ সময় প্রধান অতিথি নওরোজ মোহাম্মদ সাইদকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত নায়ক রাজরাজ্জাক ও কণ্ঠশিল্পী মো. আব্দুল জব্বারকে। দ্বিতীয় পর্ব শেষে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ইউনুছ আলী। তৃতীয় পর্বে জাহাঙ্গীর আলমের রচনায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের প্রযোজনায়, সৌম্যজিতা শ্রুতির নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় অনুষ্ঠিত হয় নাটক ‘ঝড়’। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী নুঝাত পারভীন।