চুয়াডাঙ্গায় অবৈধভাবে ভারতে গমনকালে দুই বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে দুই বাংলাদেশী নাগরিক আটক করেছে বিজিবি। ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান গতকাল বুধবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। বিজিবির হাতে আটককৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকার বেনীপুর গ্রামের কাউছার আলীর ছেলে উজ্জ্বল (৩৪) এবং একই এলাকার মৃত আমেজের ম-লের ছেলে মিজানুর রহমান (৫৫)।
বিজিবি জানায়, ঝিনাইদাহ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনস্থ বেনীপুর বিওপির সদস্যরা গতকাল রাত ৮টার দিকে সীমান্ত পিলার ৬১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর সীমান্ত এলাকার বৃত্তিপাড়ার মেহগনি বাগানে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে গরু আনার জন্য গমনকালে দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এছাড়াও আটককৃতদের সাথে ৬জন পলাতক আসামি রয়েছে। আটককৃত দুই বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।