চুয়াডাঙ্গার হানুরবাড়াদীর নির্যাতনের শিকার গৃহবধূ কদম বানুর পাশে মানবতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদীর গৃহবধূ কদমবানু আদালতে স্বামী মন্টুর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনি সহায়তা চেয়ে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আবেদন করেছেন কদমবানু।

মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্টু গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে তার স্ত্রী কদমবানুকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা ছুটে এসে কদমবানুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গত ১৬ অক্টোবর কদমবানু চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আইনি সহায়তা চেয়ে একটি আবেদন করেছেন। মানবতা ফাউন্ডেশনের পক্ষে আবেদন গ্রহণ করেন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রউফুন নাহার রীনা, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দিন হাবলু, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ। সংস্থার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।