চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট কাটেনি

স্টাফ রিপোর্টার: মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে চুয়াডাঙ্গার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানসহ সামগ্রিক কার্যক্রম। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১২ জানুয়ারি দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়। পরে দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি জাতীয় পত্রিকায়ও এ নিয়ে লেখালেখি হয়। পত্রিকায় খবর পড়ে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে যান চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
এলাকাসূত্রে জানা গেছে, ৯০ বছর আগে ১৯২৬ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামে আড়াই একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। স্বাধীনতার পর সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়। কিন্তু বিদ্যালয়টি অজ পাড়াগাঁয়ে হওয়ায় এখানে বাইরের কোনো শিক্ষক বেশি দিন থাকতে চান না। ওপর মহলে তদবির করে অন্যত্র বদলি হয়ে চলে যান। সেই দশার শিকার সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহফুজুর রহমান মনজু সব শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে পদক্ষেপ গ্রহণ করেন। স্কুলে যাওয়ার রাস্তাটি সংস্কারেরও আশ্বাস দেন তিনি। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মিজানুর রহমান বললেন, পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মাত্র একজন প্রাক-প্রাথমিক শিক্ষককে এখানে পাঠানো হয়েছে। খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমানকে গত ১২ জানুয়ারি থেকে এক মাসের জন্য এখানে পাঠানো হয়েছে। এতে সমস্যার সমাধান হচ্ছে। বিষয়গুলো শুনে জেলা পরিষদের প্রশাসক বিদ্যালয় থেকেই জেলা প্রশাসক সায়মা ইউনুসকে অবহিত করেন। শিগগিরই শিক্ষক সঙ্কট দূর হবে বলে জেলা প্রশাসক আশ্বাসও দিয়েছেন বলে মনজু সাংবাদিকদের জানান।