চুয়াডাঙ্গার সাবেক এমপি রাজার মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা নবাব আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় আজ বাদজুমা দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার-২ আসনের সাবেক এমপি প্রয়াত মির্জা সুলতান রাজা ও পাইন ক্লাবের সভাপতি মির্জা শাহরিয়ার লন্টুর মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা সহিদ মাহমুদ নবাব আর নেই (ইন্নালিল্লাহে……… রাজেউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শেখপাড়াস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭৭বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হবে।
সহিদ মাহমুদ নবাবের মৃত্যুর খবর শুনে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ও একনজর দেখতে তাৎক্ষণিকভাবে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা সম্পাদক শওকত, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান হিমেল, সদস্য খালিদ মাহমুদ, আসাদ, রাজু প্রমুখ। নবাবের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। পারিবারিকসুত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মরহুমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হবে। বাদজুমা নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবর স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হবে।