চুয়াডাঙ্গার সাতগাড়িতে ছাগলচোরকে গণধোলাই

 

স্টাফ রিপোর্টার: চোরাই ছাগল বিক্রি করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন ঝিনাইদহ বোড়াই গ্রামের আব্দুল মান্নান। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গার সাতগাড়ি গ্রামে ছাগল বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এলাকাবাসী মান্নানকে গণধোলাই দিলে ঝিনাইদহ থেকে ওই ছাগল চুরির কথা স্বীকার করে সে।

সাতগাড়ি ও বদরগঞ্জের স্থানীয়রা জানায়, গত রোববার সকালে বৃষ্টিপাতের সময় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান পার্শ্ববর্তী গ্রাম থেকে একটি খাসি ছাগল চুরি করে। গতকাল সোমবার ভোরে ওই ছাগল বিক্রির উদ্দেশে বদরগঞ্জ আলিয়ারপুর থেকে পাখিভ্যানযোগে চুয়াডাঙ্গার সাতগাড়িতে আসে। ছাগলটি বিক্রির সময় দাম-দর চাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। মান্নানকে আটক করে তারা। পরে তার কথাবার্তায় অসঙ্গতি দেখে স্থানীরা মান্নানকে গণপিটুনি দিলে ছাগল চুরির কথা স্বীকার করে সে। ছাগল চুরির কথা ছড়িয়ে পড়লে ঝিনাইদহ সাধুহাটির এনায়েতপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে আমজাদ আলী ওই ছাগলটি তার বলে দাবি করেন। গতপরশু রোববার সকালে বাড়ি থেকে ছাগলটি চুরি হয় বলেও জানান আমজাদ আলী। পরে চোরাই ছাগলটি উদ্ধারের প্রক্রিয়া করা হয়।