চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে ৯ ওয়ার্ডে ৯টি খাটিয়া বিতরণ

সদরুল নিপুল: প্রতিটি মুসলমানের জীবনের শেষ বহনকারী হচ্ছে গোরস্তানে যাওয়ার খাটিয়া। চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সংস্থা সংগঠন জীবনের চাহিদা অনুযায়ী হরেক রকম নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে থাকেন। মৃত মুসল্লির বহন করা খাটিয়া বিতরণের দৃশ্য চোখে পড়ে না। চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের নিজ উদ্যোগে তার ইউনিয়নে ৯টি স্টিলের খাটিয়া বিতরণ করে সবার কাছে প্রশংসার পাত্র হয়েছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোমিনপুর ইউপি পরিষদ প্রাঙ্গণে আলোচনাসভা ও খাটিয়া বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাবিদ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, নুরুল ইসলাম, সাবেক মেম্বার ফজলু রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন মেম্বার সামসুল আলম, জাকির হোসেন, বেলী খাতুন, আশাদুল হকসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।