চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে নতুন পোষাক বিতরণ

 

মাথাভাঙ্গা ডেস্ক: ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে নতুন পোশাকসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি সমিতি, জীবননগর পৌর এলাকা ও আলীপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে, গাংনীতে খাদিজা ফাউন্ডেশন, গাংনী ইউএনও কর্তৃক টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ, ঝিনাইদহে শাড়ি বিতরণ, মেহেরপুর আইপিওয়াইজি বাংলাদেশ, চুয়াডাঙ্গা আলোর মেলাসহ বিভিন্ন সংগঠন নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করে বলে খবর পাওয়া গেছে।

          চুয়াডাঙ্গার মানবতা ফাউন্ডেশনের পক্ষে গতকাল চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধন দেয়া হয়। একই সাথে ৬৫ জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে সংস্থার তহবিল থেকে নতুন পোশাক বিতরণ করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আইনজীবী সমিতি মিলনতায়নে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. সেলিম উদ্দীন খান সভাপতিত্ব করেন। নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। ক্রেস্ট প্রদান করেন অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী ও মনিরা আফরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, ডা. ওয়াহেদ মাহমুদ রবিন, উদীচীর জেলা সভাপতি অ্যাড. নওশের আলী প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দুস্থ ২৮ জন নারী-পুরুষ সদস্যের মাঝে ঈদ উপলক্ষে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণকালে প্রফেসর মো. আব্দুল হাইসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল মান্নান ও রেজাউল হক প্রমুখ।

চুয়াডাঙ্গায় ফেসবুক ভিত্তিক শিশুতোষ সংগঠন আলোর মেলার উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলার শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোর মেলা সংগঠনের মুখপাত্র জিসান আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি ও সাংবাদিক মরিয়ম শেলী। উপস্থিত অতিথিবৃন্দ ৪০ জন পথশিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর পৌর এলাকা ও আলীপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের পোস্টঅফিসপাড়ায় ব্যবসায়ী ও সাংবাদিক নূর আলম অসহায়-গরিব মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করেন। আড়াই শতাধিক নারী-পুরুষের মাঝে এ সেমাই-চিনি বিতরণ করা হয়। এছাড়াও আলীপুরে যুব সমাজের উদ্যোগে সেমাই-চিনি বিতরণ করা হয়। সেমাই-চিনি বিতরণকালে সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মারুফ মালেক, রাজু আহম্মদ, খোকন মঞ্জিল, নিজামউদ্দীন, নাদির শাহ, আনোয়ার, আশরাফুল, আনিছ, আলী আহম্মদ, মতিয়ার, সাহালম, মিন্টু, রুবেল, পাপিয়া, আলেয়া, মিজানুর, সিরাজুল, জুয়েল, জাহাঙ্গীর গাজী, শাহ্ কামাল, জাহাঙ্গীর নিরব, বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, আইপিওয়াইজি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ২য় দিনের মতো আলোচনাসভা ও সদস্য সংগ্রহ শেষে সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সংগঠনের মেহেরপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইপিওয়াইজির অ্যাম্বাসাডার বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মো. মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. ইসরাইল হোসেন, আবুল কাশেম, রবিউল ইসলাম বাবুল, আব্দুর রশিদ বাবুল, ওয়াহেদ মুরাদ, মো. আলাউদ্দীন, মিয়ারুল ইসলাম, তোফায়েল আহমেদ প্রমুখ। পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে খাদিজা আশরাফ ফাউন্ডেশন। গতকাল বুধবার সকালে ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহসভাপতি শাহানা ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহসভাপতি নবির উদ্দীন ও ফারুক হাসানসহ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তাতায় এমএ খালেক বলেন, গাংনী পৌরবাসীর সুখে-দুঃখে খাদিজা আশরাফ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ প্রতিষ্ঠানের মত সমাজের অন্যান্যদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

মেহেরপুর গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে রুরাল ভিশন (আরভি)। গতকাল বুধবার সকালে সংস্থার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।

আরভি পরিচালক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামসুদ্দীন শেখ, সংরক্ষিত নারী কাউন্সিলর রওশনারা খাতুন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, আরভি বিএনএফ’র পরিদর্শক মহিবুল ইসলাম, কর্মসূচি সংগঠক মাহবুব হাসান টুটুল ও আবু বক্কর সিদ্দীক।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের ঝর্ণা অ্যান্ড সারেজান পুনর্বাসন কেন্দ্রের মায়েদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। সকালে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এ সময় হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ, নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানসহ অন্যরা।