চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় রাস্তার কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের ভেন্নাপাড়ায় ২শ’ মিটার ব্লক সলিং রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এ রাস্তা নির্মাণের ফলে দু’পাশের জনগণ চলাচলে উপকৃত হবে বলে জানিয়েছে স্থানীয়রা। এ সময় জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, জহুরুল ইসলাম ও নুরুন্নাহার কাকলি, ঠিকাদার মো. আলাউদ্দিন, বাদশা মিয়া বাদল ও মতিয়ার রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। রাস্তার কাজের উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, রাস্তার কাজের মান ভালো করতে হবে এবং এলাকাবাসীকে কাজ বুঝে নিতে হবে। জেলা পরিষদের ঠিকাদার মো. আলাউদ্দিন বলেন, রাস্তার কাজের মান সঠিক রেখে আগামী ২-৩ দিনের মধ্যে রাস্তা তৈরির কাজ শেষ করা হবে। জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম বলেন, মাখালডাঙ্গার ভেন্নাপাড়ার বাবর আলীর বাড়ি থেকে মঙ্গল মন্ডলের বাড়ি পর্যন্ত ২শ’ মিটার রাস্তা তৈরির ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। এ রাস্তা চওড়া হবে সাড়ে ৮ ফুট।