চুয়াডাঙ্গার মর্তুজাপুর গ্রাম থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির লিফলেট উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রাম থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির লিফলেট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) লিফলেট মুদির দোকানের পাশে পড়ে থাকা দেখে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কের ভয়ে সন্ধ্যার পর  ইউনিয়নের গ্রামের রাস্তায় সাধারণ মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে।  কুতুবপুর ইউনিয়নের গ্রামগুলোতে রাতে পুলিশি টহল জোরদাররের দাবি এলাকাবাসীর।

জানা গেছে, গত ১২ জুলাই দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনয়নের কয়েকটি গ্রামসহ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হিঙ্গেরপাড়া এলাকায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) লিফলেট রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, লিফলেটে লেখা ছিলো, আলমডাঙ্গার তিরিয়বিলা এলাকার নজরুল ইসলাম সক্রিয় সন্ত্রাসী কর্মকাণ্ড করাসহ বেপরোয়া হয়ে ওঠার কারণে তাকে হত্যা করা হয়েছে। বদরগঞ্জ বাজার এলাকার দশমী গ্রামের ইটভাটা মালিক বারীর ছেলে সোহেলকে অপহরণের পর তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার পরও সোহেলকে ফেরত দেয়া হয়নি। এরও ইঙ্গিত দেয়া হয়েছে নজরুল বিরুদ্ধে। বিপ্লবী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনগণের আহ্বান সংবলিত ২ পাতার প্রচারপত্র গত বুধার রাতে মর্তুজাপুর গ্রামের ওহিদুল হকের মুদি দোকানের অদূরে রাস্তার পাশে পড়ে ছিল। বিষয়টি সিন্দুরিয়া পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের ইনচার্জ কাজী বায়োজিদ আহমেদ লিফলেট উদ্ধার করেন। পুলিশ বলছে গ্রামে আতঙ্ক সৃষ্টির জন্য পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লিফলেট রেখে গেছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবো।