চুয়াডাঙ্গার ভিমরুল্লায় বিআরটিএ’র সহযোগিতায় অবৈধ মোটরযান চেকিং অভিযান বৈধ কাগজ না থাকায় ট্রাকসহ ১৩ মোটরসাইকেল মালিককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অবৈধ মোটরযান চেকিং অভিযানে ১টি ট্রাকসহ ১৩ মোটরসাইকেল মালিককে জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরযান চেকিং অভিযানে ওই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মুশফিকুল আলম হালিম। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম সবুজ, বেঞ্চ সহকারী কামরুজ্জামান ও পুলিশ লাইনের একদল পুলিশ।

আদালতসূত্রে জানা গেছে, সারাদেশে অবৈধ মোটরযান চেকিং অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিআরটিএ’র সহযোগিতায় গতকাল বিকেলে সদর উপজেলার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরযান চেকিং অভিযান চালানো হয়। এ সময় ১৩টি মোটরসাইকেল ও ১টি ট্রাক মালিককে নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩’র ১৩৮ ও ১৫২ ধারায় ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায়পূর্বক মালিকদের সতর্ক করে দেয়া হয়।