চুয়াডাঙ্গার বোয়ালমারী ও জগন্নাথপুর গ্রামে রাস্তা তৈরির কাজ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বোয়ালমারী ও জগন্নাথপুর গ্রামে ৪টি ফ্লাট সোলিং রাস্তার কাজ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। গতকাল সোমবার দুপুর ১টার সময় এ রাস্তার কাজ উদ্বোধন করা হয়। ৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এ রাস্তা তৈরি কাজ বাস্তবায়ন করবে চুয়াডাঙ্গা জেলা পরিষদ। চুয়াডাঙ্গা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আমির আলীর বাড়ি থেকে ওয়াসিম ড্রাইভারের বাড়ি পর্যন্ত এবং ওই গ্রামের গফুর বিশ্বাসের বাড়ি হতে ফরজ ফকিরের বাড়ি পর্যন্ত নতুন ফ্লাট সোলিং রাস্তার কাজ শুরু হবে। এছাড়া জগন্নাথপুর গ্রামের হারুনের বাড়ি থেকে ফিতাজের বাড়ি এবং একই গ্রামের রমজান হাজির বাড়ি থেকে কোবাদের বাড়ি পর্যন্ত ফ্লাট সোলিং রাস্তা তৈরি কাজের উদ্বোধন করা হয়। রাস্তা তৈরি কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজি রমজান আলী, হাজি জয়নাল আবেদীন, আনিছুর, শওকত, মজিবর, মালেক, মন্টু, শামসুল, তহিদুর মীর, সাইদুর রহমান সাঈদ, এমএ ফয়সাল, আশাদুল হক, শহিদুল মাস্টার, মঈন উদ্দিন, জালাল উদ্দিন ও খোরশেদ আলী।