চুয়াডাঙ্গার বেগমপুরে বাগবিতণ্ডার পর মারামারিতে আহত ২ : নেপথ্যে ফেনসিডিল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ছোটশলুয়া গ্রামের আবু বক্কর (৫০) ও তার ভাতিজা আবুল কালামকে (২৫) গতরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মাবুদ, কুদ্দুসসহ তাদের লোকজন মারধর করে বলে অভিযোগ।

হাসপাতালে চিকিৎসাধীন দুজনের শয্যাপাশে থাকা লোকজন অভিযোগ তুলে অভিন্ন ভাষায় এ অভিযোগ করে বলেছে, ঝড়ু মণ্ডলের ছেলে মাবুদের একটি পিকআপ আছে। পিকআপটি চালাতো আবু বক্করের ছেলে মনিরুল। কয়েক মাস আগে সবজি নিয়ে মনিরুল মাদারীপুর যায়। সেখানে গেলে পিকআপটি পুলিশ তল্লাশি করে। উদ্ধার হয় ফেনসিডিল। মনিরুলকে পুলিশ গ্রেফতার করে। ফেনসিডিলের বিষয়টি চালক মনিরুল জানতো না বলে অভিযোগ তুলে ট্রাকমালিকে দোষারোপ করে। এ নিয়েই বিরোধের সূত্রপাত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাধে সংঘর্ষ। মনিরুলের পিতা আবু বক্কর ও চাচাতো ভাই আবুল কালাম রক্তাক্ত জখম হয়। অপর পক্ষের কেউ আহত হয়েছে কি-না তা জানা যায়নি।