চুয়াডাঙ্গার বেগমপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বেগমপুর নবজাগরণ যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আলী আজগার টগর বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার কারিগর। শিক্ষার্থীরা তারা তাদের মেধা দিয়ে গড়বে দেশ। বর্তমান সরকার দেশ গড়ার প্রতিশ্রুতিতে শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটের সিংহভাগ বরাদ্দ রেখেছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। মনে রাখবেন, যে জাতি যতো শিক্ষিত, সে জাতি পৃথিবীর মানচিত্রে ততো বেশি স্থান করে নেয়; কিন্তু আমরা আজো সে সুবিধা থেকে রয়েছি বঞ্চিত। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন নিরক্ষরমুক্ত একটি সমৃদ্ধশীল সোনার বাংলাদেশের। তারই আহ্বানে আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম একটি দেশ; কিন্তু এ দেশের কলঙ্কিত সন্তানেরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে রচনা করেছিলো কালো অধ্যায়। সেই স্বাধীনতা বিরোধীরা আজো তাদের নখর বিস্তার করে আছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া পতাকা খামচে ধরার জন্য। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সফল করতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী আ. লীগ সভানেত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে গ্রহণ করেছেন নানামুখি কর্মসূচি। তোমরা যারা শিক্ষাক্ষেত্রে কৃতীত্বের সাক্ষর রেখেছো; তোমরা আমাদের আশা তোমরাই আমাদের ভরসা। তোমাদের কৃতিত্ব ও মেধার আলোয় আলোকিত করবে দেশ, জাতি তথা বিশ্ব। তাই অভিভাবক শিক্ষক ও সচেতন মহলের প্রচেষ্টায় আজকের মেধাবী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের ছেলে-মেয়েদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সর্বক্ষেত্রে উন্নয়নের প্রসার ঘটাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সে দিকটি বিশেষ গুরত্ব দিয়ে বর্তমান সরকার বছরের শুরুতে শিক্ষার্থীরা যাতে করে পাঠ্যবই হাতে পায় তা নিশ্চিত করেছেন। এ ধারাবাহিকতা রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে রাষ্টীয় ক্ষমতায় বসাতে হবে। নবজাগরণ যুবসংঘের সভাপতি রিজভি আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন আ.লীগ নেতা আশাবুল হক লন্টু ও বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্বাছ আলী, আনছার আলী, আব্দুস ছামাদ, শিক্ষক জাকির হোসেন, ইউপি সদস্য কায়েস উদ্দিন, আক্কাচ আলী, যুবলীগ নেতা শেখ আসলাম উদ্দিন তোতা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বেগমপুর-যদুপুর, কোটালী ও বেগমপুর দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বিভিন্ন প্রকার বই তুলেদেন।