চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি : বৃদ্ধসহ আহত ৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ায় কুকুর ডাকাকে কেন্দ্র করে মারামারিতে এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হলেও অপরপক্ষের দু যুবক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরে বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ার মৃত আখের আলীর ছেলে বৃদ্ধ মহত আলীর (৮০) বাড়ির পাশ দিয়ে কয়েক যুবক হেঁটে যাচ্ছিলো এ সময় বাড়ি মধ্যে থেকে একটি কুকুর ডাকতে ডাকতে যুবকদের দিকে ছুটে যায়। এ সময় যুবকরা গালাগালি করলে বাড়ির মধ্য থেকে মহত আলী বের হয়ে টর্চলাইট মারলে যুবকরা তাকেও গালাগালি করে। বাগবিতণ্ডার এক পর্যায়ে যুবকরা বৃদ্ধকে হাতের লাইট কেড়ে নিয়ে মারধর করে। স্থানীয় লোকজন ছুটে এলে যুবকরা পালিয়ে যায়। এ সময় মহত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি চোখের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। মহত আলীর পাশে থাকা স্থানীয়রা জানিয়েছেন, কেদারগঞ্জ সিঅ্যাণ্ডবিপাড়ার শাহিন ও মাসুমসহ ৪/৫ জন সন্ধ্যার দিকে বৃদ্ধ মহত আলীর বাড়ির পাশ দিয়ে আড্ডা মারতে মারতে হেঁটে যাচ্ছিলো। এ সময় এঘটনা ঘটে। অপরদিকে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে শাহিন ও মাসুম। হাসপাতালে না থাকায় শাহিন ও মাসুমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।