চুয়াডাঙ্গার বিভিন্ন স্পটে রমরমা মাদকব্যবসা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বিভিন্ন স্পটে ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ গাঁজার ব্যবসা রমরমা হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ মাদকব্যবসা। স্থানীয়দের দাবি পুলিশকে ম্যানেজ করে মাদকব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের চুয়াডাঙ্গা ফকিরপাড়ার নেভার ছেলে হাতকাটা বেল্টু, ভিমরুল্লা জেলখানার পেছনের চমর আলীর ছেলে টুস্টু, মহিলা কলেজপাড়ার মৃত হজরতের ছেলে আশরাফুল, বুজরুকগড়গড়ির মৃত আওলাদের ছেলে জহুরুল, রেলপাড়ার আক্কাচের স্ত্রী তারা, বেলগাছির আফসারের ছেলে রশিদ, আব্দুলের ছেলে শাবু, কেদারগঞ্জের কচি মহুরির ছেলে ফারুক, মাস্টারপাড়ার মোংলার ছেলে সহিদ, সুমিরদিয়ার ওয়াজেদের ছেলে আজম, হাটকালুগঞ্জের ইসমাইলের ছেলে খোকন, ইসলামপাড়ার দুজন মাদকব্যবসায়ী রয়েছে। এরা সকলেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী বিক্রি করে। এসব মাদকব্যবসায়ীরা পুলিশের কিছু অসাধু সদস্য ম্যানেজ করে মাদকব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার যুবসমাজ ধ্বংস হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। কেউ প্রতিবাদ করলে তাদের বাড়িতে মাদকদ্রব্য রেখে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয় বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগীমহল।