চুয়াডাঙ্গার ফাজিল মাদরাসায় ভয়াবহ ফল বিপর্যয়

 

বিজ্ঞান বিভাগে ২৪ জনের ১১ জনই ফেল

স্টাফ রিপোর্টার: এবারের দাখিল পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল (আলিয়া) মাদরাসায় ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। মাদরাসার মোট ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জনই ফেল করেছে। পাসের হার ৭০ দশমিক ৮৩ । কেউ জিপিএ-৫ পায়নি।

এদিকে ফেল করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা গতকাল রোববার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দেখা করেন এবং ফলাফলের বিষয়ে জানতে চান। এ সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শী অনেকেই জানান। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান বিভাগের ২৪ জনের মধ্যে ক্লাসের ফার্স্টবয়সহ ১১ জনই ফেল করেছে এবং ২৪ জনের মধ্যে মানবিকে তিনজন ফেল করেছে। যা মাদরাসার স্মরণকালের সবচেয়ে বড় ফল বিপর্যয়। ফল বিপর্যয়ের এ ঘটনাকে মাদরাসার পরীক্ষার্থী ও অভিভাবকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও একজন শিক্ষকের গাফিলতি ও অনিয়মকে দায়ী করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহর দাবি প্রশ্ন আনকমন হওয়ায় এমন ফল হয়েছে।