চুয়াডাঙ্গার নূরনগরে বাসের ধাক্কায় আলমসাধুর ৫ আরোহী আহত

 

স্টাফ রিপোর্টার: বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত আলমসাধুর ৫ আরোহী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর হাজিমোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চুয়াডাঙ্গা বসুভাণ্ডারদহের খাদিজা খাতুনকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। ফুলবাড়ির বুলবুলিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হলেও অপর ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন বলেন, আলমসাধু যোগে সাতগাড়ির জাকির পার্টির ওয়াজ মাহফিলে যোগদেয়ার জন্য রওনা হয়েছিলাম। নূরনগর হাজিমোড়ে পৌঁছুলে সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। আলমসাধুতে থাকা আমরা ১০/১২ জন আছড়ে পড়ি। গুরুতর অহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। যাদের হাসপাতালে নেয়া হয় তারা হলো- ফুলবাড়ির গফফার হোসেনের স্ত্রী বুলবুল খাতুন (৪০), বসু ভাণ্ডারদহের ওলি মোহাম্মদের স্ত্রী খাদিজা খাতুন, এক গ্রামের রমজান আলী (৮০), শিমুল (১২) ও খুরশিদা খাতুন (৪০)।