চুয়াডাঙ্গার ধুতুরহাট গ্রামের চাষিরা লাভবান হচ্ছে খরমুজ চাষে

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা ধুতুরহাট গ্রামের চাষিরা এ বছর খরমুজ চাষ করে লাভবান হয়েছেন। গত বছরের চেয়ে এবার চাষ হয়েছে ৩ গুনের বেশি। ধুতুরহাট গ্রাম সূত্রে জানা গেছে চলতি মরসুমে এ গ্রামে প্রায় ১শ ৬০ বিঘা জমিতে খরমুজ আবাদ হয়েছে। যা থেকে উৎপাদন হবে প্রায় ২০ হাজার ৮ শ মণ। বিঘাপ্রতি ফলন হয়েছে ১শ থেকে ১শ ৩০ মণ করে। চাষিরা গত মরসুমে প্রথম খরমুজ চাষ করে ফলন কম পাওয়ায় ক্ষতির সম্মুখিন হয়েছিলো। অনেক কৃষকের খরচের টাকা পর্যন্ত ওঠেনি । অনেক চাষি একই জমিতে ২ বার খরমুজ চাষ করেন। জমি ভালো করে চাষ করে বেড তুলে খরমুজ বীজ বপন করে করতে হয়। খরমুজ বীজ বপনের ৭০/ ৭৫ দিনের মধ্যে বাজারজাত করা যায়। ১ বিঘা জমিতে বীজ সার মাচা করা সহ ৩৫ থেকে ৪০ হাজার টাকা মতো খরজ হয়। বিঘা প্রতি ফলন হয় ১শ ২০ মন থেকে ১শ ৪০ মণ যার বাজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকার মতো। ধুতুরহাট গ্রামের খরমুজ চাষি কলম হোসেন জানান আল্প সময়ে মধ্যে খরমুজ পাওয়া যায়। একবার চাষ করলে পরবর্তীবার খরচ কম লাগে বলে জানান একাধিক চাষি। এজন্য চাষিরা খরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।