চুয়াডাঙ্গার দোস্ত গ্রামের ইয়াসিন জমি কেনার টাকা দিয়ে ঘুরছে দ্বারে দ্বারে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামের অসহায় ইয়াসিন আলী জমি কেনার টাকা পরিষোধ করে ১৫ বছর ধরে জমি রেজিস্ট্রি করতে না পেরে ঘুরছে সমাজপ্রতিদের দ্বারে দ্বারে। জমির মালিক বোরহান ঢালী জমির পরিবর্তে এখন টাকা ফেরত দেয়ার পায়তা করছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের কালা মিয়ার ছেলে ইয়াসিন অভিযোগ করে বলেন, ১৫ বছর আগে একই গ্রামের লকমান ঢালীর ছেলে বোরহান ঢালী বিদেশে যাওয়ার জন্য আমার নিকট বেসগাড়ির মাঠে ১৫ কাঠা জমি বিক্রি করে ৩০ হাজার টাকায়। সময়ের অভাবে তখন বোরহান জমি রেজিস্ট্রি করতে না পারায় আমাকে মৌখিকভাবে ওই জমি পরে রেজিস্ট্রি করে দেবে বলে করে খেতে বলে। আমি সেই বিশ্বাসের ওপরেই থাকি এবং বাগান করি। একযুগ পর বোরহান তার সুরপাল্টে বলে আমি জমি টাকার বিনিময়ে করে খেতে দিয়েছি। শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার মতো হয়। এনিয়ে ২০১৪ সালে বসে সালিস বৈঠক। সালিসে কতিপয় মাতবর এক তরফা বিচার করে জমি না দিয়ে ৩০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা ফেরত দিতে বলে বোরহানকে। সে মোতাবেক একটি স্ট্যাম্পও হয়। সে সালিসের মেয়াদ ২ বছর অতিবাহিত হলেও আজ অবদি টাকা ফেরত দেয়নি বোরহান। এনিয়ে ইয়াসিন হিজলগাড়ি পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করলে তেলে বেগুনে জ্বলে ওঠে বোরহান। টাকা ফেরত দেয়ার পরিবর্তে উল্টো হুমকি ধামকি দিচ্ছে বলে ইয়াসিন জানান।