চুয়াডাঙ্গার দোস্তে আলমসাধু চুরি করতে গিয়ে ঝিনাইদহের রিকুল গ্যাঁড়াকলে

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে আলমসাধু চুরি করতে এসে গ্যাঁড়াকলে পড়েছে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ধাওরা গ্রামের রিকুল বিশ^াস। গ্রামবাসী উত্তমমধ্যম দিয়ে রিকুলকে পুলিশে দিয়েছে।
জানা গেছে, ঝিনাইদহর শৈলকুপার ধাওরা গ্রামের তোফাজ্জেলের ছেলে রিকুল হোসেন বিশ^াস (৩৫)। তিনি গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে আলমসাধু চুরি করতে আসে চুয়াডাঙ্গার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের আমতলা মোড়ে। এসময় আমতলা মোড়ে দোকানের সাথে তালা লাগানো আলমসাধুর তালা ভাঙার চেষ্টা করতে থাকে রিকুল। আলমসাধুর মালিক ইব্রাহিম সরকারের ছেলে আলী হোসেন এতো রাতে আলমসাধুর নিকট লোক দেখে চিৎকার করলে চোর রিকুল পালানোর চেষ্টা করে। এসময় তাকে পিছু ধাওয়া করে মাঠের মধ্য থেকে ধরে উত্তমমধ্যম দিয়ে সকালে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। পুলিশ গতকালই রিকুলকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে।