চুয়াডাঙ্গার তিতুদহে দীর্ঘদিন স্বাস্থ্য সহকারী অনুপস্থিত : টিকাদান সেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গিরিশনগর, চাঁদপুর, নুরুল্লাপুর, ৬৩ আড়িয়া, গবরগাড়া ও আড়িয়াচক গ্রামের টিকাদান কর্মসূচির স্বাস্থ্য সহকারী দীর্ঘদিন অনুপস্থিত। টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই সমস্ত গ্রামের হতদরিদ্র মানুষ। কি কারণে অনুপস্থিত কর্তৃপক্ষের কাছে নেই সদোত্তর। বিষয়টি জরুরি ভিত্তিত্তে তদন্ত হওয়া দরকার বলে ভুক্তভোগীমহল দাবি তুলেছে।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর, চাঁদপুর, নুরুল্লাপুর, ৬৩ আড়িয়া, গবরগাড়া ও আড়িয়াচক গ্রামের টিকাদান কর্মসূচির স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জান মনির স্ত্রী পাপিয়া সরোয়ার। অভিযোগ উঠেছে পাপিয়া সরোয়ার দীর্ঘদিন থেকে তার নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই গ্রামের মানুষের টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন। পাপিয়া সরোয়ারের স্বামী মনি বলেন, সে আমার বাড়ি থেকে টাকা পয়সা গহনা নিয়ে আত্মগোপন করেছে। শুনেছি শম্ভুনগর গ্রামের জনৈক মাহাবুর রহমানের আশ্রয়ে আছে। তার কর্মস্থল থেকে বদলি হবার জন্য তদবির করছে। আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে বদলি না করার জন্য লিখিতভাবে অভিযোগ করেছি। এ বিষয়ে পাপিয়া সরোয়ার বলেন, আমি কর্মস্থলে না গেলেও আমার সহকর্মী ঠিকই আমার কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ছুটিতে থাকছি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলা প.প. কর্মকর্তা ডা. আলী হোসেন বলেন, পাপিয়া আমার কাছে তার স্বামীর ডিভোর্স লেটার দিয়েছে। তবে সে যে কর্মস্থলে অনুপস্থি সেটা আমার জানা নেই। আমি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেবো।