চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামে এক নারীর দুই স্বামী!

 

গাইদঘাট প্রতিনিধি: চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামী টানাটানি শুরু করেছেন। দুজনই এক নারীকে স্ত্রী দাবি করায় গাইদঘাট গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বেকায়দায় পড়েছেন ওই নারীর পিতা আক্কাছ আলী। তিনি গ্রামের সামাজিক চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট উত্তরপাড়ার আক্কাছ আলীর মেয়ে অলিভিয়া খাতুনের সাথে বিয়ে হয় চুয়াডাঙ্গা কলোনিপাড়ার মনির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের। গত বছরের ২৪ জুলাই বিয়ে হলেও ২ মাসের মাথায় ৯ সেপ্টেম্বর তাদের তালাক হয়। পরদিন অলিভিয়ার বিয়ে হয় গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের গোলাম আজমের ছেলে মইনুলের সাথে। কিন্তু এখন মইনুল ও আনোয়ার দুজনই অলিভিয়াকে স্ত্রী হিসেবে দাবি করছে। তারা কাবিননামাও দেখাচ্ছে।  বিষয়টি নিয়ে চরম বেঘোরে পড়েছেন অলিভিয়ার পিতা আক্কাছ আলী। এ ব্যাপারে তিনি থানা পুলিশেরও শরণাপন্ন হয়েছেন। কিন্তু তার এক মেয়ের জামাই দাবিদার দুজনকে নিয়ে তিনি বেকায়দায় পড়েছেন। তিনি যেমনি সামাজিক চাপে পড়েছেন, তেমনি দুই জামাইকে নিয়েও পড়েছেন বিপাকে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।