চুয়াডাঙ্গার কৃতিসন্তান প্রশাসনের পদস্থ কর্মকর্তা মাজেদ আলী শেখের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মনিরামপুর আলোকদিয়ার কৃতিসন্তান সরকারের পদস্থ কর্মকর্তা মাজেদ আলী শেখ (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১৫মিনিটে ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুম মাজেদ আলী শেখ পঞ্চগড় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। এছাড়া খাগড়াছড়ির দিঘীনালা, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ঝিনাইদহ জেলার এডিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন শেষে সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে দায়িত্ব পালন করে অবসরে যান। ২০০৭ সাল থেকে তিনি অবসর জীবন কাটাচ্ছিলেন। তিনি ঢাকার সাভারে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। মরহুমের লাশ বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে। মরহুমের ছোট ছেলে নাহিদ হাসান তুষার আমেরিকা থেকে দেশে ফিরলে চুয়াডাঙ্গার মনিরামপুরে গ্রামের বাড়িতে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হবে বলে জানাগেছে।
চুয়াডাঙ্গার আলোকদিয়া মনিরামপুরের মৃত ফকির মোহাম্মদ শেখ ও মৃত বেয়াতন নেছার ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে সেজো ছিলেন মাজেদ আলী শেখ। মরহুম মাজেদ আলী শেখ ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে তার বড় ভাই চুয়াডাঙ্গা সরকারি কলেজের (অবঃ) ল্যাব এ্যাসিসটেন্ট (রসায়ন) আনোয়ার আলী শেখ, ফুলভাই আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের (অবঃ) প্রফেসর নূর ইসলাম শেখ, ছোট ভাই স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মো. আলী হোসেন শেখ ও ফুলবউ চুয়াডাঙ্গা একাডেমির সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন গভীর শোক প্রকাশ করেছেন।