চুয়াডাঙ্গার কুতুবপুরে কর্মসৃজন কর্মসূচির আওতায় ৪০ দিনের কার্যক্রম উদ্বোধন

 

কবীর দুখু মিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ নং কুতুবপুর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপের ৪০ দিনের শ্রমদায়ক কার্যক্রমের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া সাহেবনগর ব্রিজ ও কুতুবপুর গ্রামের শাবাস খালের ব্রিজের রাস্তায় মাটিভরাট কাজের উদ্বোধন করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ইউপি সচিব মো. মোশারফ হোসেন, ইউপি সদস্য হাসিনা খাতুন, মাহাবুর রহমান মোল্লা, মকলেসুর রহমান, ফারুক হোসেন, আলাউদ্দিন আহমেদ, নবনির্বাচিত মহিলা মেম্বার মিলি ইসয়ামিন, খোশজেল মেম্বার, সরদার ছন্নত আলী, সাফায়েত আলী ও ইউফুব মিয়াসহ এলাকার সুধী ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ সকাল ৬টা থেকে বিকেল ২টা পর্যন্ত ১৯৮ জন দুস্থ নারী-পুরুষ শ্রমিকরা শ্রমদায়ক কাজ করবে। প্রতি শ্রমিকরা কাজের বিনিময়ে ২শ টাকা করে মুজরি পাবেন। প্রতি শ্রমিকের মুজরি থেকে ২৫ টাকা কেটে ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হবে এবং ভবিষ্যতের সঞ্চয় রাখা টাকা দ্বিতীয় ধাপের কাজ শেষে প্রতি শ্রমিকরা তাদের জমাকৃত টাকা চেক মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে নিতে পারবেন।