চুয়াডাঙ্গার কুতুবপুরে কালবোশেখি ঝড়ে ফসলের মাঠ ক্ষয়ক্ষতি

 

বদরগঞ্জ ব্যুরো: গতবৃহষ্পতি সন্ধ্যা রাতে চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কালবোশেখি ঝড়ে ফসলের মাঠ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত ৮টা থেকে একটানা আধাঘণ্টা শুরু হয় কালবোশেখি ঝড়ো বাতাস। ঝড়ে কুতুবপুর ইউনিয়নের মহাম্মদজম্মা, মর্তুজাপুর,বদরগঞ্জ,কুতুবপুর,শিবপুর,সিঁন্দুরিয়া,কৌদিয়া, হাসানহাটি,ভুলটিয়া,জীবনা,আলিয়ারপুর ও দশমী গ্রামের মাঠের বিঘা বিঘা ধান,ভুট্টাক্ষেত,কলাবাগান,পানবরজসহ নানা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে অনেকের ঘরের টিনের ছাউনি,ভেঙে পড়েছে মাটির ঘরের দেয়াল। মর্তুজাপুর গ্রামের বিহাল মসীহী মাথাভাঙ্গাকে বলেন,ঝড়ে আমার ৭বিঘা জমির কলা বাগান ভেঙ্গে গেছে। এখন আমার গায়ে জ্বর। সুদের ওপর ব্যাংক থেকে টাকা নিয়ে বন্ধকী জমিতে কলার গাছের চারা রোপন করি। গত বৃষ্পতিবার রাতে কালবৈশাখি ঝড়ে আমার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান হবে প্রায় ৫লাখ টাকা।