চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপির মেলা এবার আষাঢ়ের শেষে

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ৭ আষাঢ় গড়াইটুপি মেলা ঈদুল ফিতরের তিন দিন পর অনুষ্ঠিত হবে। পবিত্র মাহে রমজানের কারণে এবার মেলা অনুষ্ঠিত হবে আষাঢ়ের শেষের দিকে। সে লক্ষ্যে চলছে মেলা সাজানোর কাজ। প্রতিবারের মতো এবারের মেলায় থাকছে না পুতুল নাচ। ফলে পরিবার পরিজন নিয়ে মেলা দেখার পরিবেশ তৈরিতে আয়োজক কর্তৃপক্ষের যেন ব্যবস্থতার শেষে নেই। অপরদিকে সর্বকালের রেকড ভেঙে মাত্র ১০ শতক জমি থেকে ভ্যাটসহ সরকার রাজস্ব আদায় করেছে প্রায় ৪৮ লাখ টাকা।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি মেলার ১০ শতক খাসজমি ইজারা দিয়ে সরকার ভ্যাটসহ আয় করেছে প্রায় ৪৮ লাখ টাকা। সরকার মেলা থেকে মোটা অঙ্কের রাজস্ব পেলেও মেলার জায়গা এবং মেলায় যাতায়াতের কোনো উন্নয়ন ঘটায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে পবিত্র ঈদুল ফিতরের তিন দিন পর উদ্বোধনের মধ্যদিয়ে এতিহ্যবাহী এ মেলা তার যাত্রা শুরু করবে। মেলার আয়োজকরা দর্শক আকৃষ্ট করতে এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে একসাথে উপভোগ করতে এবারের মেলায় থাকছে বরাবরের মতো সারকাস, গ্রামবাংলার যাত্রাপালা, কাঠ, বাঁশ-বেতের দোকান, মিষ্টির দোকান, শিশুদের জন্য বিভিন্ন খেলনা পাতির দোকানসহ আকর্ষণীয় সব আয়োজন। তবে আয়োজক কর্তৃপক্ষ পরিবার পরিজন নিয়ে মেলা দেখার পরিবেশ সৃষ্টি করতে মেলায় থাকছে না পুতুল নাচ।