চুয়াডাঙ্গার উকতোয় আড়াই কেজি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আড়াই কেজি গাঁজাসহ এক বৃদ্ধকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সদর উপজেলার উকতো গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আটক করেন। বৃদ্ধ আবদুল আজিজ উকতো গ্রামের মৃত রব্বানী মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম বলেন, আবদুল আজিজ (৭০) একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সদর থানার পুলিশের সহায়তায় গতকাল দুপুরে আড়াই কেজি গাঁজাসহ আব্দুল আজিজ প্রিন্সকে তার বাড়ি থেকে আটক করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের আব্দুল আজিজ প্রিন্স দীর্ঘদিন ধরে তার বাড়িতে গাজার ব্যবসা করে আসছিলেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম  গতকাল দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আজিজ প্রিন্সএর বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল আজিজ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে আব্দুল আজিজের স্বীকারোক্তিতে তার ঘরে রাখা একটা পলিথিনের প্যাকেট থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।