চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেলেন আলিমুজ্জামান

 

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দফা নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আলিমুজ্জামান। গতকাল সোমবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

গত ৫ মার্চ বাছাইকালে চেয়ারম্যান প্রার্থী মো. আলিমুজ্জামানের আবেদনে ক্রুটি থাকায়  মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর আলিমুজ্জামান জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে ১৩ মার্চ। প্রতীক বরাদ্দের দিন রয়েছে ১৪ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ বৃহস্পতিবার।

বর্তমানে আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য ছয় চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল (আওয়ামী লীগ মনোনীত), সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন (আওয়ামী লীগ-বিদ্রোহী) ও সাইদুর রহমান (আওয়ামী লীগ-বিদ্রোহী), সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ (বিএনপি মনোনীত), মাসুদ রানা (জাসদ-ইনু মনোনীত) ও জুলফিকার আলী কলি (জাতীয় পার্টি-এরশাদ মনোনীত)।