চুয়াডঙ্গার বেগনগরে গুটি ইউরিয়া বিষয়ে কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামে মানবপুষ্টি, ভালো বীজ মাটির স্বাস্থ্য ও গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ক ২ দিনব্যাপী কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিত করন (এভিপিআই) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এ প্রশিক্ষণের আয়োজন করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা যুবাইর মাসরুর। প্রশিক্ষক ছিলেন পদ্মবিলা ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা আব্দুল করিম ও আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার আলমগীর রশিদ। অত্র প্রশিক্ষণে বেগমপুর গ্রামের ৪০ জন কৃষাণীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।