চু্য়াডাঙ্গার শাহাপুরের আবুবকর চাঁদাবাজি মামলায় গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ শাহপুরের আবু বকরকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার বিকেলে শাহপুরের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ শাহপুর গ্রামের হবিবার রহমানের ছেলে আবু বকর দীর্ঘ দিন ধরে মোবাইলফোনে চাঁদাবাজি করে আসছিলো। সে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের জলিলুর রহমানের ছেলে হাজি আহাম্মদ আলী কাছে মোবাইলফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আহাম্মদ আলী দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আহাম্মদ আলী দামুড়হুদা থানায় জিডি করেন। এ অভিযোগে পুলিশ চাঁদাবাজকে ধরতে মাঠে নামে। ট্র্যাকিং করে পুলিশ আবুবকরের অবস্থান নিশ্চিত হয়ে শাহপুর অভিযান চালায়। সেখানে একটি চায়ের দোকান থেকে বিকেল ৪টার দিকে আবু বকরকে গ্রেফতার করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, আবু বকরকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।