চীনের শিনজিয়াংয়ে বিভিন্ন হামলায় নিহত ১০০

মাথাভাঙ্গা মনিটর: চীনের দূর পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত এলাকাশিনজিয়াংয়ে গত প্রায় এক সপ্তাজুড়ে বেসামরিক,পুলিশ ও কর্মকর্তাদের ওপরমুখোশ পড়া জঙ্গিদের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন।গতকাল রোববার অস্থিরতা আক্রান্ত শিনজিয়াংয়ের সরকার এ খবরজানিয়েছে।এটি গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস হামলারঘটনা।শিনজিয়াং সরকার জানিয়েছে,২৮ জুলাই দক্ষিণের শাচি জেলায়‘সন্ত্রাসীদের’হামলায় ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন, এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে৫৯ ‘সন্ত্রাসী’নিহত হয়েছেন।ওই সময় এ ঘটনার একদিন পর কর্তৃপক্ষ শিনজিয়াংঅঞ্চলের দুটি শহরে ছুরিধারীদের হামলায় বহু মানুষ নিহত হয়েছিলো বলে জানিয়েছিলো।কিন্তুবিস্তারিত প্রকাশ করেনি।এবারই ঘটনার বিস্তারিত প্রকাশ করলো তারা। তবেহতাহতের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে কর্তৃপক্ষ এতো সময় কেন নিলো তা পরিষ্কারনয়।কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকায় শিনজিয়াং অঞ্চলে বিদেশি সাংবাদিকদেরপ্রবেশ সহজসাধ্য নয়। তাই ওই অঞ্চলের খবরগুলোর জন্য প্রায়ই চীনা কর্তৃপক্ষের ওপরনির্ভর করতে হয়। গতকাল রোববার ভোরে নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিতবিবরণে শিনজিয়াংয়ের স্থানীয় সরকার বলেছে, এগুলো মারাত্মক সন্ত্রাসী হামলার ঘটনাছিলো এবং এর সাথে অভ্যন্তরীণ ও বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোর সম্পর্ক আছে এবং এগুলোঅসৎ উদ্দেশ্যে সতর্ক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।