চিৎলার হাঁপানিয়ায় নৌকা প্রতীকের অফিস ভাঙচুরের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চিৎলা ইউনিয়নের হাঁপানিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী নৌকা প্রতীকের প্রাথী তৌহিদুল ইসলাম ফঁকা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী নির্বাচনে পরাজয় নিশ্চিত হয়ে তার লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। পক্ষান্তরে বলা হয়েছে, ভাঙচুর নয় একটি আসন্ন চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার জন্য দলীয় প্রতীক নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সংম্বলিত ব্যানার দেয়া হয় স্থানীয় হাঁপানিয়া গ্রামের নির্বাচনী অফিসে। পক্ষান্তরে বিদ্রোহী প্রার্থীর লোকজন বলেছেন, একটি প্রচার অটো ঘোরাতে গেলে ওই অফিসের খুঁটিতে লাগে। সেটাই বড় করে নানা অভিযোগ করা হচ্ছে।