চিনিশিল্পকে রক্ষা করার পাশাপাশি লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে

 

দর্শনা অফিস: ২০১৬-১৭ রোপণ মরসুমের আখ উন্নয়ন, ঋণ বিতরণ কর্মসূচি এবং ২০১৭-১৮ রোপন মরসুমের আখ উৎপাদনের জন্য প্রস্তাবিত ঋণ বিতরণ প্রণয়নে ২ দিনব্যাপী বৈঠকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে এ বৈঠকের উদ্বোধন করা হয়েছে। বৈঠকে কেরুজ চিনিকলসহ ৪টি চিনিকলের কর্মকর্তাদের উদ্দেশে একেএম দেলোয়ার হোসেন বলেন, সরকার দেশের চিনিশিল্প কারখানাগুলোর ব্যপক উন্নয়ন করেছে। সেই সাথে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি আখচাষিদের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। সেক্ষেত্রে আমাদের কাছে সরকারের চাওয়া-পাওয়া চিনিশিল্পকে রক্ষাকরণের পাশাপাশি লাভজনক প্রতিষ্ঠানে উন্নিত করা করা। আমি বিশ্বাসের সাথেই বলতে পারি আপনারা নিষ্ঠা, দক্ষতা, সততা ও আন্তরিককতার সাথে দায়িত্ব পালন করলে অবশ্যই সরকারের ইচ্ছা পূরণ হবে।

কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (সিপিআর) মোশাররফ হোসেন, চিফ পিএস আবু তাহের ভূইয়া, সিপিএ আক্তার হোসেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরশেনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ. রউফ, কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, এডিএম আকুল হোসেন, আকরাম হোসেন শিকদার, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন প্রমুখ।