চার দেশে যোগাযোগের নতুন ৬ রুট চূড়ান্ত : কাদের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগের নতুন মাত্রা যোগ হচ্ছে। এ চার দেশে যাত্রীবাহী যানবাহন চলাচলের জন্য সম্ভাব্য ৬টি রুট ঠিক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, আগামী ১৪ নভেম্বর ২০১৫ থেকে ১ ডিসেম্বর, ২০১৫’র মধ্যে ৪ দেশের প্রতিনিধি সমন্বয়ে বিবিআইএন (বালাদেশ-ভুটান-ভারত-নেপাল) মোটর ৱ্যালি অনুষ্ঠিত হবে। এটি ভারতের উড়িষ্যা থেকে শুরু হয়ে নেপাল, ভুটান, বাংলাদেশ ঘুরে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে শেষ হবে। গত ২২-২৭ নভেম্বর তারিখে নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে ‘ড্রাফট সার্ক মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট’ উপস্থাপিত হলেও নন-বিবিআএন ২টি দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি বলেও জানান মন্ত্রী।