চাপের মুখে নেতানিয়াহু সরকার

 

 

মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিরতিমেনে নেয়ার পরপরই নেতানিয়াহুর সরকার ইসরাইলের ভেতরে মারাত্মক রকমের চাপেরমুখে পড়েছে। ইসরাইলের জোট সরকারের শরিকরা ও গণমাধ্যম চরম হতাশা প্রকাশকরেছে ইসরাইলের ওই চুক্তি মানার কারণে। বেশিরভাগ ইসরাইলিরা মনে করেন গাজায়আগ্রাসন চালিয়ে বিজয়ী হতে পারেনি তারা। সাম্প্রতিক এক জরিপ থেকে এ তথ্য উঠেএসেছে।এ জরিপে দেখা গেছে- শতকরা ৫৪ ভাগ মানুষ মনে করছেযে, ইসরাইল পরিষ্কার বিজয় অর্জন করতে ব্যর্থ হয়েছে। গত মঙ্গলবার মিশরেরমধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে এবং গাজায় ৫০ দিনব্যাপি যুদ্ধের অবসান হয়েছে।এরপর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন, এ যুদ্ধেরমাধ্যমে গাজাভিত্তিক হামাসের ওপর তেল আবিব বড় সফলতা পেয়েছে।