চাকরি দেয়ার নামে জীবননগর গয়েশপুরের রুহুলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

 

জীবননগর ব্যুরো: চাকরি দেয়ার নামে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রুহুল আমিন বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গয়েশপুর গ্রামের পুলিশিং কমিটি সালিসসভার আয়োজন করলেও প্রতারক রুহুল সালিসে উপস্থিত হয়নি। ফলে রুহুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশিং কমিটি।

জানা গেছে, জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামের নজরুল ইসলাম ওরফে নজো অভিযোগ করে বলেছেন, তার ছেলে আবু সাঈদ ওরফে রুবেলের ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে একই উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রুহুল আমিন নগদ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এ টাকা নেয়ার ৬ মাস অতিবাহিত হলেও প্রতারক রুবেলকে চাকরি না দিয়ে টালবাহানা শুরু করে। একপর্যায়ে টাকা ফেরত চাইলে সে টাকা ফেরত না দিয়ে রহস্যজনক আচারণ শুরু করে। একইভাবে সে বেশ কয়েক জন যুবকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে চাকরি না দিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারক রুহুল আমিনের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের জন্য গয়েশপুর গ্রামের পুলিশিং কমিটি অনুরোধ করেছে।