ঘুমের ওষুধ খেয়ে নেপালি ছাত্রের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের নেপালি ছাত্র রুদ্র প্রতাম অধিকারী ইয়াদেব (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে মারা গেছেন। রুদ্রের সহপাঠীরা জানান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলের ৪১১ নম্বর রুম থেকে অচেতন অবস্থায় তাকে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উদ্ধার করা হয়। সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। শাহবাগ থানার এসআই মইনুল ইসলাম জানান- বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেপাল থেকে তার মা রুদ্রের এক সহপাঠীকে ফোন দেন। রুদ্র অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছে বলে তার মা জানান। তখন সেই সহপাঠী হলে এসে রুমের জানালা দিয়ে দেখেন রুদ্র বিছানায় পড়ে আছেন। পরে তারা দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার ভোর ৪টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।